Thursday, August 14, 2025
HomeScrollরেললাইনের পাশে উদ্ধার একই পরিবারের ৩জনের দেহ!
Purulia

রেললাইনের পাশে উদ্ধার একই পরিবারের ৩জনের দেহ!

Follow Us :

ঝালদা: সুইসা রেললাইনে উদ্ধার তিনটি মৃতদেহ। রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্ত শুরু হয়েছে। সোমবার মুরি-চাণ্ডিল শাখার সুইসা রেলস্টেশনের কাছ থেকে একসঙ্গে তিনটি মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পুরুলিয়া জিআরপি ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের দেহগুলো উদ্ধার করে। পরে পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা সকলেই সুইসা গ্রামের একই পরিবারের বাসিন্দা— কাজল মাছুয়া (২৫), তাঁর কন্যা এবং বোন।

পরিবারের পক্ষ থেকে জানানও হয়, কাজল মাছুয়ার স্বামী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। রবিবার বিকেল চারটার দিকে তাঁরা মোবাইল সারানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলেনি। সোমবার সকালে খবর আসে রেললাইনে তাদের মৃতদেহ পড়ে রয়েছে। পরিবারের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করা হোক।

আরও পড়ুন: গ্রামে ২৫টি হাতি, লন্ডভণ্ড চাষের জমি, আতঙ্কে গ্রামবাসী

একই পরিবারের তিনজনের কীভাবে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি খুন নাকি নিছকই দুর্ঘটনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন খবর : 

RELATED ARTICLES

Most Popular