জয়নগর: সদ্যোজাতের দেহ (Newborn Body Found In Joynagar) উদ্ধার ঘিরে সকালে চাঞ্চল্য ছড়াল জয়নগরে। মঙ্গলবার সকালে দক্ষিণ বারাসত বাজার এলাকার একটি পাড়ায় এক সদ্যোজাতের দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরেরা সদ্যোজাতের দেহটি কামড়াকামড়ি করছিল। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এদিন সকালে বাড়ি কাছাকাছি পোটলা মতো জিনিসকে পড়ে থাকতে দেখেন এক মহিলা। ওই পুঁটলি নিয়ে বেশ কয়েকটা কুকুর মুখে নিয়ে টানাহ্যাঁচড়া করছিল। সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়ে দেখতেই দেখেন সদ্যোজাতের দুটো সাদা পা। জয়নগরে রাস্তার ধার থেকে সদ্যোজাতর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় জয়নগর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরেরা সদ্যোজাতের দেহটি কামড়াকামড়ি করছিল। সম্ভবত কুকুরের কামড়াকামড়িতে সদ্যোজাতের পা কাটা গিয়েছে।
আরও পড়ুন: নেতাইয়ের শহীদ দিবসে যেতে চেয়ে আদালতে শুভেন্দু
বাসিন্দাদের প্রশ্ন, তাদের পাড়ার মধ্যে সদ্যোজাতের দেহ এল কোথা থেকে, তা তারা বুঝতে পারছি না। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই সদ্যোজাত গ্রামের নয়। বাইরে থেকেই এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে জড়িত সে তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর (Joynagar) থানার পুলিশ।
আরও অন্য খবর দেখুন