কলকাতা: স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনকভাবে উধাও তরুণ-তরুণী (Missing Case)। ঘটনা আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রামের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। আনন্দপুরের চিনা মন্দির সংলগ্ন খালে ডুবুরি নামিয়ে চল্লাশি চালানোর পর উদ্ধার তরুণের দেহ। তরুণীর সন্ধানে তল্লাশি চলছিল। এবার খাল থেকে উদ্ধার তরুণীর দেহ। ডগ স্কোয়াড এনে তল্লাশি চলছিল। পুলিশ জানিয়েছে, তরুণের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর। দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হল নাকি খুন? উঠছে প্রশ্ন
সূত্রের খবর, সোমবার রাতে স্কুটার চালানো শিখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রনিতা বৈদ্য নামে এক তরুণী। তাঁকে স্কুটার শেখাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর বন্ধু রোহিত আগারওয়াল। তাঁরা দুজনেই পঞ্চান্নগ্রামের বাসিন্দা। ৩০ মিনিট স্কুটার চালানোর পর দু’জনের মধ্যে তর্ক বাঁধে। তারপরই আনন্দপুরের চিনা মন্দির সংলগ্ন খালের দিকে নেমে যেতে দেখা যায় দু’জনকে। স্থানীয়দের এই ঘটনা নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। রাতভর চলে তল্লাশি। দীর্ঘক্ষণ তল্লাশির পর উদ্ধার হয় তরুণের দেহ। তবে খোঁজ ছিল ওই তরুণী। এবার ডুবুরিদের তল্লাশি অভিযানে উদ্ধার তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, তরুণের সঙ্গে সম্পর্ক ছিল তরুণীর।
আরও পড়ুন: ঘনীভূত নিম্নচাপ, দিনভর বৃষ্টির পূর্বাভাস বাংলার বিভিন্ন জেলায়
অন্যদিকে, আনন্দপুরে ওই খালের ধারে তাঁদের স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এদিকে তরুণীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে মারধর করে খালে ফেলে দিয়েছে ওই তরুণ। তরুণের নামে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police Station)।
দেখুন অন্য খবর