ওয়েবডেস্ক- এবার বোমাতঙ্ক (Bomb scare) কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ! রবিবার সকালে নিতিন গড়কড়ীর (Nitin Gadkari) বাড়িতে বোমা রাখা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মর্মে পুলিশের কাছে খবর আসে ‘এখনই একটি বিস্ফোরণ হবে’ । চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাগপুর শহরে (Nagpur)। তবে কোনও কিছু পাওয়া যায়নি। উড়ো ফোন পাওয়ার পরে বম্ব স্কোয়াড (Bomb Squad) যায় কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। কয়েকঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। উড়ো ফোন কোথা এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতাপনগর থানায় মামলাও রুজু হয়েছে। তার ভিত্তিতে তদন্তে নেমে উমেশ বিষ্ণু রাউত নামে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।
এই রাউত তুলসিবাঘ রোডের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মেডিক্যাল চকে একটি মদের দোকানে কর্মরত সে। রাউতই নিজের মোবাইল থেকে পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বোমা রাখা আছে। পুলিশ ফোন পায় সকাল পৌনে ৯ টা নাগাদ। সেই সময়ে নাগপুরেই ছিলেন গড়কড়ী। পুলিশ আধিকারিকে গড়কড়ীর নিরাপত্তারক্ষীদের খবরটি জানান।
সঙ্গে সঙ্গেই পুলিশ আধিকারিকেরা গডকড়ীর নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
আরও পড়ুন- বাতিল ১ কোটির বেশি আধার কার্ড! আরও ৬ লক্ষ হবে, জানাল UIDAI
নাগপুর জোন ১-এর ডেপুটি পুলিশ কমিশনার ঋষিকেশ রেড্ডি বলেন, জরুরি হেল্পলাইন নাম্বার ১১২-তে ফোন এসেছিল। ফোন যে করে সে জানায়, নিতিন গড়কড়ীর বাড়িতে বোমা রাখা আছে। তল্লাশির পরেও কিছু মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি ভুয়ো ফোন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বে কোনও অপরাধের রেকর্ড নেই। তবে কেন ধৃত এই কাজ করল, উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
দেখুন আরও খবর-