ওয়েব ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস (Rabindranath Tagore Demise Day) উপলক্ষে আজ শুক্রবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ঠাকুরবাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ (Joint Entrance Result) সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে (Supreme Court) যাওয়ার কথা।
তাঁর কথায়, “সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টে অন্যভাবে বিবেচিত হতে পারে এটা আমাদের ধারণা ছিল না। এই বিষয়টি নিয়ে দ্রুত আইনি পথে যাব। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যাব। আজ দুপুরে আমরা এই বিষয়ে সুপ্রিম কোর্টের যাচ্ছি।”
আরও পড়ুন: ট্রেনের ইঞ্জিনে আটকে গেল হাত! চাঞ্চল্য মেমারীতে
অন্যদিকে, রাজ্যের কলেজগুলিতে ভর্তির মেধাতালিকা প্রসঙ্গে তিনি জানিয়েছেন,”কলেজের অভিন্ন পোর্টালের মেধাতালিকা প্রকাশ ও ভর্তির বিজ্ঞপ্তি দ্রুত জারি করব। আজ বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। হাইকোর্টের মামলার কারণে একটু জট হয়েছে। সেটা ঠিক হয়ে যাবে।”
দেখুন অন্য খবর