নদিয়া: বিএসএফ ও আরপিএফের (BSF and RPF) যৌথ অভিযানে নদিয়ায় (Nadia) সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ হল। প্রায় ৫৮ লক্ষ টাকার সোনা সহ গ্রেফতার করা হল এক মহিলাকে। গত ২২ জুলাই বিএসএফ (BSF) গোপন সূত্রে খবর পায়, যে ট্রেনে করে পাচারের উদ্দেশ্যে এক মহিলা সোনা নিয়ে যাচ্ছে। বিএসএফ জওয়ানদের একটি দল ওই মহিলাকে অনুসরণ করে এবং আরপিএফকে (RPF) এই বিষয়ে জানায়।
ওইদিন দুপুরে আরপিএফ অধিকারিকরা বিএসএফের থেকে পাওয়া খবরের ভিত্তিতে ওই মহিলাকে রানাঘাট স্টেশনে (Ranaghat Station) থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তল্লাশির সময় মহিলার কাছ থেকে ৫টি সোনার বিস্কুট (Gold Biscuit) উদ্ধার হয়। যার মোট ওজন ৫৮৩ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫৭ লক্ষ ৬৮ হাজার ৭৮৫ টাকা।
আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক নবদ্বীপের ২ পরিযায়ী শ্রমিক
বিএসএফ এবং আরপিএফের যৌথ জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেছে যে সকাল সাড়ে দশটা নাগাদ তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পেয়েছিল। যিনি তাকে এই সোনার বিস্কুটগুলি (Gold Biscuit) পৌঁছে দিতে বলে। বিনিময়ে তাকে ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওই মহিলা হরিশনগর হল্ট স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। যেখানে সোনার বিস্কুটগুলি (Gold Biscuit) তার হাতে দেওয়া হয়। সেগুলি শিমুরালি রেলস্টেশনের কাছে এক ব্যক্তির কাছে পাচার করতে বলা হয়েছিল।
দেখুন অন্য খবর