ওয়েব ডেস্ক : শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। তার মধ্যে সেখান থেকে নিখোঁজ হলেন এক বিএসএফ (BSF) জওয়ান! সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ রয়েছেন ওই জওয়ান। নিখোঁজ জওয়ানের খোঁজে ইতিমধ্যে উপত্যকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
জানা যাচ্ছে, নিখোঁজ ওই জওয়ানের নাম সুগম চৌধুরী (২৪)। বিএসএফের ৬০তম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন ওই জওয়ান। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও ভারতীয় সেনা। ইতিমধ্যে ওই জওয়ানের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।
আরও খবর : ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না
সুগম চৌধুরী উত্তরপ্রদেশের (Uttarpradesh) বুলন্দশহর জেলার কোতোয়ালি দেহহাটের শিখেরা গ্রামের বাসিন্দা। তিনি উপত্যকায় পান্থাচকে (Pantha Chowk) কর্মরত ছিলেন। তাঁর খোঁজে শুক্রবার পান্থাচকের একাধিক বাস স্ট্যান্ড, রেল স্টেশনে খোঁজ চালানো হয়েছে। কিন্তু এখনও ওই জওয়ানে কোনও খোঁজ পাওয়া যায়নি বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যে পান্থাচক থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’ চালিয়ে পহেলগাম হামলায় জড়িত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এই অভিযানে পহেলগাম হামলার অন্যতম মূল জঙ্গি মুসা’কেও খতম করেছে সেনা। তবে এই পরিস্থিতির মধ্যে নিখোঁজ হলেন বিএসএফ (BSF) জওয়ান। ওই জওয়ান নিজে কোথাও গিয়েছেন? না নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে অন্যকোনও রহস্য? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর :