ওয়েব ডেস্ক : সেপ্টেম্বর মাসে দুবাইয়ে বসতে চলেছে এশিয়া কাপের (Asia Cup) আসর। এই টুর্নামেন্টে খেলবে মোট আটটি দল। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। হবে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে ম্যাচও। তবে এশিয়া কাপের আগে বেশ চিন্তায় ভারতীয় দল (Team India)। একাধিক প্রতিবেদন অনুযায়ী, হয়তো এই টুর্নামেন্ট খেলবেন না ভারতের পেস বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah )।
ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন বুমরা (Bumrah)। ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কারণে তাঁকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। আগামী দিনের গুরুত্বপূর্ণ ম্য়াচের কথা ভেবে এখন আপাতত তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। এর মাঝেই সামনে এল এশিয়া কাপে (Asia Cup) বুমরার না খেলার গুঞ্জন। তা যদি সত্যি হয়, তাহলে ভারতীয় বোলিং ব্রিগেডে তা বড় ধক্কা হতে পারে।
আরও খবর : ওভাল টেস্ট চলাকালীন বুমরাকে ছাঁটাই করল BCCI, কিন্তু কেন?
সূত্রের খবর, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অঙ্কের কথা মাথাই রেখে এখন শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফোকাস করতে চাইছে বুমরা। তবে এশিয়া কাপ না খেললেও, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলবেন বলে দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। সেই কারণে আপাতত ভারতের পেস বোলারকে রেস্ট দিতে চাইছে বোর্ড।
বোর্ডের এক কর্তা বলেছেন,বুমরা এশিয়া কাপ (Asia Cup) খেললে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবেন না। ফলে ভারতীয় ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে? না এশিয়া কাপ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশি প্রোয়োজন বুমরাকে? অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্কের কথাও মাথায় রেখেছে বোর্ড। অবশ্য ২০২৬ -এর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরা আগামী জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে পারেন বলে খবর।
দেখুন অন্য খবর :