সুভ্রজিৎ চক্রবর্তী: বাংলায় কথা (Bengali Speaking) বলায় বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে মুম্বাইতে (Mumbai) আটক বজবজের (Budge Budge) বাসিন্দা সোমা বিবি (Soma Bibi) । প্রায় ২৪ ঘণ্টা থানায় আটক করে রাখা হয় বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বজবজ এক নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদার। কাজের জন্য জাহির জমাদার এবং তার স্ত্রী সোমা বিবি সহ দুই ছেলে ও বৌমারা মুম্বইতেই থাকতেন। তবে গত বছরে দুই ছেলে এবং তাদের দুজনের স্ত্রী চলে আসে বজবজের বাড়িতে। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে বাড়ি চলে আসেন জাহির।
এদিকে জাহিরের স্ত্রী সোমা এখন মুম্বইয়ে। সোমা বিবি নভি মুম্বাইতে শিরোনা বাজারে একটি শপিং মলে কাজ করতেন। প্রায় ৬ বছর ধরে কাজ করতেন। ওই বিল্ডিং এই সিকিউরিটির কাজ করতেন তার স্বামী। কাজ ছেড়ে দিয়ে চলে আসেন স্বামী।
আরও পড়ুন- গায়ের জোরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ, ২ বিজেপি সাংসদের বিরুদ্ধে FIR
পরিবারে লোকেদের দাবি, গত সাত তারিখ মুম্বইয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছেলের সঙ্গে ফোনে বাংলায় কথা বলছিলেন সোমা। সেখানেই তাঁকে নাকি বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ! এরপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ২৪ ঘণ্টা আটক করে রাখা হয় বলেও অভিযোগ। এরপর পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায় যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় এবং প্রয়োজনীয় নথি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি। তবে এখনও মুম্বাইতেই রয়েছেন সোমা। আতঙ্কে রয়েছে তার পরিবার। পরিবারের দাবি সোমাকে মুম্বই থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাংলায় কথা বলা নিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ক্রমশই তীব্র থেকে ভয়ঙ্কর আকার নিচ্ছে। কেন বাংলায় কথা বললে, নির্যাতন করা হবে? এই নিয়ে কেন্দ্রকে নিশানা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে জনমত নির্বিশেষে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শান্তিনিকেতন, ঝাড়গ্রাম থেকে আওয়াজ তুলে এই নির্যাতনের বিরুদ্ধে পদযাত্রা করেছেন।
দেখুন আরও খবর-