কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দিল আদালত। সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহাজাহান। সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে শেখ শাহজানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই নেই।
২০১৯ সালের ৮ জুন খুন হন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। নিখোঁজ রয়েছেন দেবদাস মণ্ডল। যদিও পরিবারের অভিযোগ, দেবদাসকেও খুন করা হয়েছে। খুনের অভিযোগ ছিল শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হন প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা এবং দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েন। সেই মামলায় এই নির্দেশ। অভিযোগ, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করা হয়। ওই তিনজন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: সুদীপ নয়, লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় দায়ের হয় অভিযোগ। এই খুনের মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল শাহজাহানের। অভিযোগ, এই মামলার তদন্তভার সিআইডি-র হাতে গেলে শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এই অবস্থায় মৃত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। দীর্ঘ চার বছর পর গত ৩০ জুন সিঙ্গল বেঞ্চ মামলার গুরুত্ব ও চার্জশিট ঘিরে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশ দিয়েছে, সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে নেতৃত্বে রেখে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে তদন্ত চালিয়ে যেতে হবে।
দেখুন ভিডিও