কলকাতা: মঙ্গলবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjees) মামলায় ইডি এবং সংবাদমাধ্যমের প্রতি একগুচ্ছ শর্ত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। এদিন ইডি এবং সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দিল আদালত। তা অমান্য করলে মানহানির মামলার মুখে পড়তে হবে সংবাদমাধ্যমকে। এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
রুজিরার অভিযোগ ছিল, সংবাদমাধ্যম তাঁর এবং স্বামীর বিরুদ্ধে একতরফা সংবাদ প্রকাশ করছে। তাতে পরিবারের সম্মানহানি হচ্ছে। রীতিমতো মিডিয়া ট্রায়াল চলছে। তার জন্য সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার আর্জি জানান তিনি আদালতের কাছে। এর আগে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, সংবাদমাধ্যমকে আদালত কীভাবে নিয়ন্ত্রণ করবে।
এদিন অবশ্য রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে নিয়েছে হাইকোর্ট। আদালত শর্ত দিয়েছে, ইডির তল্লাশি অভিযানের সময় কোনও সংবাদমাধ্যমকে সঙ্গে রাখা যাবে না। অভিযানের সরাসরি টিভি সম্প্রচার করা যাবে না। অভিযান নিয়ে কোনও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না ইডি। এমনকী ইডি কোনও তথ্য সংবাদমাধ্যমকে দিতে পারবে না।
আরও পড়ুন: ভারতে কি সমলিঙ্গ বিয়ে বৈধ হবে? আজ সুপ্রিম কোর্টের বড় রায়
আদালত আরও বলেছে, অভিযুক্তের কোনও ছবি চার্জশিট পেশ হওয়ার আগে সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না। এইসব শর্ত লঙ্ঘন করলে সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন মামলাকারী। তিনি মানহানির মামলাও করতে পারবেন। মামলার পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারি মাসে। তার মধ্যে মামলায় যুক্ত সবাইকে হলফনামা দিয়ে বক্তব্য পেশ করতে হবে। উল্লেখ্য, অন্তত ১৫ টি সংবাদ মাধ্যমকে এই মামলায় যুক্ত করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সম্প্রতি অভিষেকের সংস্থা লিপস্ অ্যান্ড বাউন্ডসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকেও। তদন্তের মধ্যেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন রুজিরা। অভিষেক পত্নীর আর্জি মেনে নিয়ে এদিন ইডি এবং সংবাদমাধ্যমের পরিধি বেঁধে দিল আদালত।