ওয়েব ডেস্ক : প্যালেস্টাইনকে (Palestine) রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করল কানাডা (Canada)। আসন্ন রাষ্ট্রপুঞ্জের (UN) সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একথা জানানো হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)। তিনি বলেছেন,” ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের যে আশা, তা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই কারণেই জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ।” এর ফলে ফ্রান্স ও ব্রিটেনের পর কানাডা তৃতীয় প্রধান পশ্চিমি শক্তি, যারা প্যালেস্টাইন রাষ্ট্র’র স্বীকৃতি দিতে চলেছে।
মার্ক কার্নি আরও বলেছেন, প্যালেস্টাইনের (Palestine) প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন ২০২৬ সালে সাধারণ নির্বাচন করার। যেখানে অংশ নিতে পারবে না হামাস। তবে কানাডার (Canada) এমন সিদ্ধান্তের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইজরায়েল (Israel)। বলা হয়েছে, একটি স্বচ্ছ প্রশাসন ও সদিচ্ছা সম্পন্ন নেতৃত্ব ছাড়া প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
আরও খবর : ইরান থেকে তেল কেনায় ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আমেরিকার!
মূলত, রাষ্ট্রপুঞ্জের (UN) ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ প্যালেস্টাইলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। যার মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বহু দেশ। ইউরোপ থেকেও সুইডেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়াও প্যালেস্টাইনকেও রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।
G20 সদস্য ২০টি দেশের মধ্যে ১০টি দেশ ইতিমধ্যে প্যালেস্টাইনকে (Palestine) রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে, ভারত, চীন, রাশিয়া, তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো ও সৌদি আরব। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, ইতালি ও দক্ষিণ কোরিয়া এখনও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় কি না, তা ভবিষ্যতই বলবে।
দেখুন অন্য খবর :