গুরু বৃহস্পতির (Jupiter) কৃপায় এই রাশিগুলির (Astrology) জীবনে কেরিয়ারের (Career obstacles) সমস্ত বাধা দূর হবে। গুরু আগস্ট মাসে দুবার নক্ষত্র পরিবর্তন করবেন। গুরুর দুবার গতি পরিবর্তনের কারণে, কিছু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র, কেরিয়ারে উন্নতি হবে।
বৃষ: গুরুর কৃপায় কেরিয়ারে অভূতপূর্ব উন্নতি। এতদিন যে বাধাগুলো ছিল, এবারে সেখানে সাফল্য আসবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি অনুকূল থাকবে। আয় বৃদ্ধি। সুনাম, মান সম্মান বাড়বে। কাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি। পদোন্নতি। পরিশ্রমের সুফল পাবেন। যারা নতুন চাকরির সন্ধান করছিলেন, তাদের স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ে সাফল্য।
সিংহ: কর্মক্ষত্রে দুরন্ত গতিতে সাফল্য। কর্মক্ষেত্রে প্রশংসা বৃদ্ধি। সুনাম বৃদ্ধি পাবে। কাজের পরিসর বাড়বে। জনপ্রিয়তা পাবেন। কাজের ক্ষেত্রে কলিগদের কাছ থেকে সহযোগিতা পাবেন। বেতন বৃদ্ধি। যারা চাকরি খুঁজছিলেন, তারা সুপ্রতিষ্ঠিত সংস্থায় কাজ পাবেন। বিদেশে চাকরির সুযোগ। ব্যবসায়ীদের উন্নতি।
আরও পড়ুন- আর কয়েকমাস পরেই সূর্যগ্রহণ, মানসিক চাপ বাড়বে এই ৪ রাশির
বৃশ্চিক: জাতক জাতিকারা ব্যবসায় বৃদ্ধির নতুন সুযোগ। ব্যবসার পরিমাণ আরও বাড়তে পারে। কোনও অংশীদারী ব্যবসা শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ সুখকর। কর্তৃপক্ষের কাছে প্রশংসা পাবেন। যারা চাকরি খুঁজছিলেন, তাদের বিদেশে স্বপ্নপূরণ হতে পারে। এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন।
ধনু: কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। কর্মজগতে প্রশংসা। বেতন বৃদ্ধি। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। জমি বা যানবাহন কেনার সম্ভাবনা থাকবে। সম্পত্তি বৃদ্ধি। পরিশ্রমের ফল পাবেন। ব্যবসা থেকে ভালো রিটার্ন পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কাজের প্রতি আরও নিষ্ঠাবান হবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।