ওয়েবডেস্ক– চণ্ডীগড়কে আর্টিকল ২৪০– (Chandigarh Article 240) এর আওতায় আনতে কেন্দ্রের পদক্ষেপ, পাঞ্জাবে তীব্র ক্ষোভ। কেন্দ্রীয় সরকার (Central Government) চণ্ডীগড়কে আর্টিকল ২৪০–এর অধীনে বিশেষ প্রশাসনিক কাঠামোয় আনার পরিকল্পনা করলে, পঞ্জাব সরকার ও AAP–কংগ্রেস–আকালি সব পক্ষই ক্ষোভে ফেটে পড়ে। আঞ্চলিক দলগুলোর অভিযোগ, “এটা পঞ্জাবের (Punjab) উপর আঘাত, রাজ্যের ঐতিহাসিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা।‘ ঘটনায় শোড়গোল পঞ্জাবের রাজ্য রাজনীতিতে।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি চণ্ডীগড়কে সংবিধানের আর্টিকেল ২৪০ এর আওতায় আনার প্রস্তাব এনেছে। এই আইন ওই অঞ্চলের নিয়ম তৈরি ও সরাসরি আইন প্রণয়নের ক্ষমতা দেয়। কেন্দ্রের এই প্রস্তাবটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। আম আদমি পার্টি, কংগ্রেস এবং শিরোমণি আকালি দল একযোগভাবে কেন্দ্রীয় সরকারকে পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ের ওপর ঐতিহাসিক অধিকার ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Chief Minister Bhagwant Mann) । এই প্রস্তাবকে ভয়াবহ অবিচার বলে অভিহিত করেছেন মান।
আরও পড়ুন- ফ্রান্সের ডাকটিকিটে ভারতের নূর! জানেন এই বীরাঙ্গনা আদতে কে?
মান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এনেছেন, তারা পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়কে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ। তিনি বলেছেন, চণ্ডীগড় “পাঞ্জাবের, ছিল এবং চিরকাল থাকবে” এবং রাজ্য এই সংশোধনী পাস হতে দেবে না। মান আরও দাবি করেছেন পঞ্জাব, পিতৃস্থান হিসেবে, একমাত্র তার রাজধানীর অধিকারী বার বার কেন্দ্র দ্বারা অত্যাচারিত হয়েছে।
সুর চড়িয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। কেজরি কেন্দ্রকে নিশানা করে বলেছেন, কেন্দ্রের এই প্রস্তাব কেন্দ্র-রাজ্য সম্পর্কের কাঠামোকে ভেঙে দেবে। তিনি বলেন, চণ্ডীগড় পঞ্জাবের ছিল আর পঞ্জাবেরই থাকবে।
জানা গেছে, ডিসেম্বরের ১ তারিখ শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৫ আগামী ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হবে। এই বিলটি চণ্ডীগড়কে অন্যান্য সংসদ না থাকা কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, দাদরা-নগর হাভেলি, দামান ও দিউ এবং পুদুচেরি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে নিয়ে কেন্দ্রের প্রস্তাব। যা প্রসিডেন্টকে চণ্ডীগড়ের জন্য নীতিমালা তৈরি এবং স্বাধীন প্রশাসক নিয়োগ করার ক্ষমতা দেয়।
দেখুন আরও খবর-







