কলকাতা: সিজিও অভিযানে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। ঝাটা হাতে সিজিও কমপ্লেক্সের সামনে হাজির চিকিৎসক থেকে সাধারণ মানুষ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের ডাকে এই মিছিল। মূল ফটকে প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। আরজি কর কাণ্ডে অভয়ার প্রকৃত ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল বলে জানিয়েছে চিকিৎসকেরা। তাঁদের অভিযোগ, সিবিআই অফিস পরিস্কার করতে এই অভিযান।
একবছর কাটতে চলল, এখনও সঠিক বিচার পাননি আরজি করের নির্যাতিতা মৃত চিকিৎসক। বারবার পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারন মানুষ। তবে, তারপরও মেলেনি বিচার। অভিযোগ, ‘দায়িত্ব পালনে ব্যার্থ সিবিআই। তাই সিবিআই অফিসে যে জঞ্জাল জমেছে, তা পরিস্কার করেই এবার তালা ঝুলিয়ে দেওয়া হবে। আর অগাষ্ট মাসজুড়ে প্রতিবাদ কর্মসূচী চলবে। ৯ অগাষ্ট দ্রোহের রাখী বন্ধন অনুষ্ঠান, বিকেলে কালিঘাট চলো অভিযান রয়েছে বলে জানানও হয়েছে। এবং ১৪ অগাস্ট রাতে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত রাত জাগো কর্মসূচী। সেদিন রাত ১২টায় পতাকা উত্তোলন করবেন রাজ্যের নারীরা। এই দেশ নারীদেরও স্বাধীনতার দেশ”।
আরও পড়ুন: নতুন উপাচার্য পেতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
আরজিকর হাসপাতালে তরুনী চিকিৎসকের খুনের প্রায় ১ বছর হতে চলেছে। এনও পর্যন্ত সছিক বিচার পায়নি মৃত চিকিৎসকের পরিবার। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর, তথ্য প্রমান লোপাটের অভিযোগ সামনে আসে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও তথ্য পেশ করতে পারেনি তদন্তকারী সিবিআই আধিকারীকরা। এই সমস্ত ইস্যু সামনে রেখেই এদিন প্রতিবাদ মিছিল করেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
দেখুন ভিডিও: