কলকাতা: শনিবার বরফের চাদরে ঢাকল দার্জিলিং (Snowfall in Darjeeling), ছাঙ্গু (Snowfall in Changu)। খবর মিলতে নেমেছে পর্যটকের ঢল। তুষারপাত দেখতে পাওয়ায় পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা দারুণ খুশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তর সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। তাপমাত্রা নামলেও বড়দিনে বরফ ঢাকা পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ নাও পেতে পারে পর্যটকরা। তবে মাসের শেষে ফের তুষারপাত শুরু হবে।
চলতি বছরে নভেম্বরের শুরুতেই দার্জিলিংয়ের সান্দাকফুতে (Snowfall in Sandakphu) মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছিল। মোটামুটি ডিসেম্বর মাসের আগে দার্জিলিঙে খুব একটা তুষারপাতের দেখা মেলে না। এবার নভেম্বরেই মরশুমের প্রথম তুষারপাত দেখল দার্জিলিংয়ের সান্দাকফু। সান্দাকফুর পাহাড়ি পথে তুষারপাত দারুণভাবে উপভোগ করেছেন পর্যটকরা। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা বলেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমের আকাশ মেঘলা হতে শুরু করেছে। উঁচু এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত হচ্ছে। উত্তর-পূর্ব সিকিম এবং সংলগ্ন দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: রাতভর ঝিরঝিরে বৃষ্টি! কোন জেলায় কত? জানুন আবহাওয়ার আপডেট
হাওয়া অফিস সূত্রের খবর, চলতি বছরে বড়দিনে ঠান্ডা থাকলেও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা নেই। সিকিম এবং দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায় আগামী ২৭-২৯ ডিসেম্বর হালকা বৃষ্টির সঙ্গে ভারী তুষারপাত হতে পারে। বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন জেলা এবং গ্যাংটক ও গ্যালশিং জেলার দুএক জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বড়দিনে যে সব পর্যটকরা পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তাঁরা বরফে ঢাকা পাহাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ পেতে পারেন।
অন্য খবর দেখুন