কলকাতা: আজ, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে (Bangladesh) দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার (Interim Government)। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুহাম্মদ ইউনূস (Md Yunus)। কিন্তু, অন্তর্বর্তী সরকার কী সিদ্ধান্ত নেবে ততক্ষণও অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। তাঁরা বিচার ব্যবস্থার সব স্তরের উচ্চ পদাধিকারীদের পদত্যাগ চান। এজন্য হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারকদের পদত্যাগ চেয়েছেন তাঁরা। এমনটাই বৃহস্পতিবার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
ইতিমধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এএম মইনুদ্দিন পদত্যাগ করেছেন। এরপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও পদত্যাগ করেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান বিচারপতি পদত্যাগ না করলে তাঁরা আন্দোলনের মাত্রা বাড়াবেন। ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশত্যাগ করে ভারতে চলে আসেন। তারপর থেকে আরও অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার দল আওয়ামি লিগের নেতা, কর্মীদের টার্গেট করে খুন, মারধর করা হয়। বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। তারই মধ্যে সেনা, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে উচ্চপদে ব্যাপক রদবদল করা হয়। হাসিনা ঘনিষ্ঠ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়। এখন সেনা শাসনে বাংলাদেশ। তাদের তত্ত্বাবধানেই আন্দোলনকারীদের দাবি মতো এই অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে।
আরও পড়ুন: দূষণ রুখতে কালিয়াগঞ্জ পুরসভার সাফাই অভিযান
আরও খবর দেখুন