ওয়েব ডেস্ক: ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা নিয়ে ফের ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠায় হরিয়ানা সরকার। মঙ্গলবার তা নিয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সোমবার ২১ জুলাই-র মঞ্চের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন ধরেই ভিনরাজ্যে হেনস্তার শিকার হচ্ছেন বাঙালিরা। বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। বাংলা ভাষায় কথা বলায় আটক করা হচ্ছে একের পর এক পরিযায়ী শ্রমিককে। তৃণমূলের শহিদ মঞ্চ থেকে এই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকেও তুললেন সেই প্রসঙ্গ। এদিন মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাংলাদেশি সন্দেহ ৫২ জন শ্রমিককে নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে হরিয়ানা সরকার। সেখানে শ্রমিককে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানা গিয়েছে, এই শ্রমিকেরা বিভিন্ন জেলা যেমন মালদহ, দুই দিনাজপুর, নদিয়া, মুর্শিদবাদ, কোচবিহার ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী সেই কর্মসূচি?
এই ইস্যুতে সুর চড়িয়ে মমতা বললেন, “ভাষা সন্ত্রাস চলছে। এবার প্রতি জেলা বেছে বেছে তল্লাশি চালানো হচ্ছে। যাতে বাংলাকে সংকটে ফেলা যায়।” এরপরই আশ্বাস দিয়ে বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল হবে না”। বিজেপিকে একহাত নিয়ে মমতা বললেন, “আমাদের উপর অত্যাচার না করে নিজের ঘর সামলান। ঘরে আগুন লাগলে তা নেভাবেন কী করে ভাবুন। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা এক নম্বরে ছিল, আছে, থাকবে। পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ করব। এভাবে বাংলা দখল করতে পারবে না।”
দেখুন খবর