ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানে (East Burdwan) বাস দুর্ঘটনায় মৃত পুণ্যার্থীদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকালে পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১০ জন পুণ্যার্থীর। সেই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
বুধবার সকালে তারকেশ্বর থকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি বাস। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সেটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি লড়িতে। জানা গিয়েছিল, দুর্ঘটনায় (Accident) সময় বাসে ছিলেন ৬০ জন যাত্রী। দুর্ঘটনায় তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়। শুক্রবার স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে চা চক্রের পর সাংবাদিক বৈঠকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও খবর : বুলা চৌধুরীর বাড়িতে চুরি, খোয়া গেল পদ্মশ্রী, রাষ্ট্রপতি পুরস্কার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করে বলেন, নিহত পুণ্যার্থীদের পরিবার পিছু দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। পাশপাশি কম আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
সূত্রের খবর, বাসটিতে যারা ছিলেন সবাই বিহারের বাসিন্দা। বাংলায় তারা এসেছিলেন পুজো দিতে। ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা গিয়েছে, দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হয় বাসটির। একবারে দুমড়ে-মুচড়ে যায় সেটি। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও বিভিন্ন লড়ি দাঁড়িয়ে থাকে জাতীয় সড়কের উপরেই। পুলিশও এ নিয়ে কোনও ব্যবস্থা নেয় না। শুক্রবার সকালে একই ভাবে দাঁড়িয়েছিল লড়িগুলি। আর নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে গিয়ে ধাক্কা মারে বাসটি। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
দেখুন অন্য খবর :