কলকাতা: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে যোগ দিয়ে জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও , মন্ত্রীদের ভূমিকা ও কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৈঠকে যোগ দিয়ে জেলাশাসকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে প্রচার আরও বাড়াতে হবে। যেখানে সাধারণ মানুষের সুবিধা হবে সেখানেই ক্যাম্প করতে হবে। কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে সাধারন মানুষের কাছে সেটা জানাতে হবে। মন্ত্রীদের ইতিমধ্যেই দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসারদের দায়িত্ব নিতে হবে। দেখতে হবে যাতে সব সমস্যার সমাধান দ্রুত হয়ে যায়।
আরও পড়ুন: মুখ্যসচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের
ছাব্বিশের ভোটের আগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনমাস ধরে বুথস্তরে নাগরিক পরিষেবা দিতে এই প্রকল্পের ভাবনা। যার মাধ্যমে পাড়ার কোনও সমস্যার দ্রুত ও সহজ সমাধান হবে বলে আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশমতো কাজ শুরু হয়েছে। দু’দিনের মধ্যে রেকর্ড পরিষেবা মিলেছিল এসব বুথ থেকে। এই প্রকল্পে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মন্ত্রীদের ভূমিকা ঠিক কী হবে, এবার তা স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী।
দেখুন খবর: