ভাঙড়: সম্প্রতি ভাঙড়ে (Bhangar) দলীয় কর্মীদের হাতে খুন হতে হয় তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে (Trinamool Leader Killed in Bhangar)। ঘটনার পর গ্রেফতার হয় তৃণমূলের একাধিক নেতা ও কর্মী। নিহত তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর খুনের পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি চাকরির ব্যবস্থা করে দিল দল। রাজ্জাক খাঁয়ের স্ত্রী খাদিজা বিবিকে সরকারি চাকরির অ্যাপয়েণ্ট লেটার (Appointment Letter) তুলে দেন বিধায়ক শওকত মোল্লা।
ভাঙড় নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ ডি পদে সরকারিভাবে নিযুক্ত করা হল খাদিজা বিবিকে। এই প্রসঙ্গে ভাঙ্গর নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডঃ অভিক কুমার বিশ্বাস জানান, “নিহত রাজ্জাক খাঁয়ের স্ত্রী খাদিজা বিবি আমাদের হাসপাতালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব ও জেলার স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে খাদিজা বিবি আমাদের হাসপাতালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন।”
আরও পড়ুন:‘আমি জানি আমার দায়িত্ব কী’ দিলীপকে পাল্টা জবাব তারকা সাংসদ দেবের
অন্যদিকে বিধায়ক শওকত মোল্লা জানান, “আমাদের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার যে সকল সদস্য আছেন তাঁদের কোটা আছে। প্রতি বছরে তাঁরা তিনজনকে চাকরি দিতে পারে। আমাদের দিদি নিজের কোটা থেকে এই চাকরির ব্যবস্থা করেছেন। দিদি শহীদ পরিবারের পাশে থাকেন।”
দেখুন অন্য খবর