কলকাতা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন। এদিন বিকেল ৫টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Indore Stadium) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্ভবত, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করবেন দুর্গাপুজোর অনুদান। কলকাতার জিন্দাল গ্রুপ পরিচালিত পুজো কমিটির সঙ্গেও মুখ্যমন্ত্রী বৈঠক করেন। তিনি জানান, রাজ্য সরকার আগের মতোই পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেবে। পুজোর আগেই প্রশাসনিক প্রস্তুতি ও অনুদান সংক্রান্ত দিকগুলি নিয়ে সরকারি স্তরে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে দুর্যোগ, পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন
অন্যান্য বছরের থেকে এবছড়ের বৈঠক কিছুটা অন্যরকম। বৈঠকে ডাকা হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের। রাজ্যের সম্প্রতি বজায় রাখতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের দুই জন সদস্য উপস্থিত থাকবেন। দুর্গাপুজোকে সার্বজনীন করে তুলতে এই উদ্যোগ মমতার। দুর্গাপুজোর সময়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তারজন্যই এই পদক্ষেপ বলেও মনে করছে নবান্নের একটি অংশ।
জানা গিয়েছে, বৈঠকে উৎসবের দিনে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষবা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পুজো কমিটিগুলি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে। অন্যান্যবার তেমনই নির্দেশ দেন মমতা। সাহায্য করেন জেলা প্রশাসন পুজো কমিটিগুলিকে। ক্ষমতা দখলের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলিকে পুজোর জন্য অনুদান দেন। গত বছর অনুদানের টাকা বাড়িয়ে করা হয়েছিল ৮৫ হাজার টাকা। খরচ হয়েছিল প্রায় ৪৫০ কোটি টাকা। এবছর অনুদান ১ লক্ষ টাকা করা হবে বলেও অনুমান পুজো কমিটিগুলির।
দেখুন আরও খবর: