ওয়েবডেস্ক- ২০২৬ এর বাংলায় বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। ক্রমশই রাজ্যে বাড়ছে ভোটের উত্তাপ। ইতিমধ্যে রাজ্যে নির্বাচনী পালে হাওয়া তুলতে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘুরে গিয়েছেন। এবছরের শেষের দিকেই বিহারের ভোট। কাজেই বিহারে ভোটপর্ব চুকলেই রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি বাড়বে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের।
সূত্রের খবর, অমিত শাহের থাকার জন্য কলকাতায় বাড়ি খোঁজার কাজও শুরু হয়েছে। এদিকে বাংলার বাইরে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ থেকেই আক্রমণ শানিয়েছেন তিনি। প্রথম শান্তিনিকেতন থেকেই ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এবার ৬ আগস্ট ঝাড়গ্রামের জঙ্গলমহল থেকে ভাষা আন্দোলনে সোচ্চার হবেন তিনি। উত্তরঙ্গেরও একাধিক শ্রমিক হেনস্থার শিকার হয়েছেন। অসম থেকে এনআরসি নোটিস পাঠিয়ে উত্তরবঙ্গের মানুষকে চাপে রাখার খেলায় নেমেছে সেখানকার বিজেপি সরকার। এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে বাংলভাষী পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিলে পা মেলাতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ২১ আগস্টের মধ্যে তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেতে পারেন কোচবিহারেও। আবহাওয়া ঠিক থাকলে পাহাড়েও যেতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কড়া রাজ্য, নবান্নে ডিজিটাল কন্ট্রোল রুম
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ২০২১-এর নির্বাচনের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের চেয়ে ভালো করেছিল বিজেপি। উত্তরবঙ্গে মোট বিধাসভা আসনের সংখ্যা ৫৪। এবারে বিজেপিকে টক্কর দিতে কোমর বেঁধেই নামছেন তৃণমূল সুপ্রিমো। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উত্তরবঙ্গে ৪০টি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন। তবে ভোটে বড় ইস্যু হতে চলেছে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। অপারেশন সিঁদুরের পরে গোটা দেশের মানুষের পদ্ম শিবিরের প্রতি একটি অনুভূতি তৈরি হয়েছিল। ‘অপারেশন সিঁদুর’কে সামনে রেখেই জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। কিন্তু রাজ্যের বাইরে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা বাংলার মানুষের অস্মিতায় ঘা লেগেছে। তাহলে পরিযায়ীদের শ্রমিকদের হেনস্থা বিজেপির ভোট বাক্সে প্রভাব ফেলবে? সেটাই এখন বড় প্রশ্ন।
দেখুন আরও খবর-