ওয়েব ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। সেই ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ায় (Howrah)। শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত চালককে গ্রেফতারের পর ছেড়ে দেওয়া হয় পুলিশের (Police) তরফে। তা নিয়েই শনিবার সকালে মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
সূত্রের খবর, রাস্তার পাশে খেলার সময় ওই শিশুকে ধাক্কা মারে এক স্কুটি চালক। অভিযোগ, ধাক্কা মারার পরে কিছুদূর টেনেও নিয়ে যায়। শুক্রবার শালিমার ৫ নং গেট বালিঘাটের কাছে এই দুর্ঘটনাটি (Accident) ঘটে বলে খবর। ঘটনায় গুরুতর আহত হয় ওই শিশু। এর পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ভর্তি ছিল সে। তবে শনিবার সকালে শিশুটির মৃত্যু হয় বলে খবর।
আরও খবর : বুলা চৌধুরীর পদক-মেডেল চুরি, তদন্তে সিবিআই
স্থানীয়রা জানিয়েছেন, ওই ঘাতক স্কুটি চালক আশেপাশেই থাকেন। তাই তাঁকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, শুক্রবার পুলিশ ওই গতক চালককে আটক করলেও শনিবার তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আজ সকালেই মৃত্যু হয় শিশুটির।
তবে পুলিশ (Police) শিশুটির দেহ ময়নাতদন্তে জন্য নিয়ে যেতে চাইলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শনিবার বিকেলে মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তবে গ্রেফতার হওয়া চালককে মুক্তি দেওয়া নিয়ে পুলিশের তরফে দাবি করা হয়েছে, ঘটনার পর চালককে গ্রেফতার করা হয়েছিল। এর পর তাকে আদালতে তোলা হয়। কিন্তু আদালতের তরফে অভিযুক্তকে জামিন দেওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।
দেখুন আরও খবর :