ওয়েবডেস্ক- ৭৯ তম স্বাধীনতা দিবস (79th Independence Day) পালন করল গোটা দেশ। গতকাল লাল কেল্লার থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা ‘দীপাবলির উপহার’। প্রধানমন্ত্রী বলেন, দীপাবলির উপহার (Diwali gift) হিসেবে তার আগেই পরবর্তী প্রজন্মের জিএসটি (GST) সংস্কার শুরু করব আমরা। ইতিমধ্যেই প্রতিটি রাজ্যের সঙ্গে এই বিষয় আলোচনা করা হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনে পণ্যের উপর করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে। কর কাঠামোকে যুক্তি সঙ্গত করাই লক্ষ্য সরকারের।
সরকারি সূত্রে জানাচ্ছে, কেন্দ্র সরকারের জিএসটি হারের ১২ শতাংশ, ২৮ শতাংশের বিদ্যমান কর স্ল্যাব বাতিল করতে পারে। শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব রাখার প্রস্তাব করা হয়েছে। সরকার ২৮ শতাংশ কর স্ল্যাবের অন্তর্ভুক্ত ৯০ শতাংশ পণ্যের উপর কর কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে পারে। একইভাবে, ১২ শতাংশ স্ল্যাবের পণ্য ৫ শতাংশ স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে সরকার ৪০ শতাংশের একটি নতুন স্ল্যাবও চালু করতে চলেছে বলে খবর। এই স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হতে পারে তামাক, পান মশলা এবং বিলাসবহুল পণ্যের মতো পণ্যগুলি। সেপ্টেম্বর বা অক্টোবরে এই প্রস্তাব জিএসটি কাউন্সিলে আলোচিত হতে পারে।
আরও পড়ুন- কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম: প্রধানমন্ত্রী
সরকারি সূত্র বলছে, আর্থিক বছরে আপনার উপার্জনের উপর ধার্য করা কর বা বিদ্যমান কর নতুন স্ল্যাবগুলির পুনর্গঠন জিএসটি আদায়ের নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এই নিয়ে আলোচনার জন্য মন্ত্রীর গোষ্ঠীর (জিওএম) (GMO) কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
এই পদক্ষেপে উপকৃত হবে কৃষি, বস্ত্র, সার, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মোটরগাড়ি, হস্তশিল্প, স্বাস্থ্যসেবা, বিমা, নির্মাণ, পরিবহণের মতো অর্থনৈতিক ক্ষেত্রগুলি। তবে, তামাক এবং পান মশলার মতো দ্রব্যগুলিকে “সিন গুডস” হিসাবে ধরা হয়েছে। এগুলি জিএসটি-র ৪০ শতাংশের নতুন কর স্ল্যাবে স্থানান্তরিত করার প্রস্তাব রয়েছে। এই স্ল্যাবে তামাক-সহ মাত্র সাতটি পণ্য অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি রফতানি ভিত্তিক হীরা ও মূল্যবান পাথরের মতো পণ্যের উপর করহার অপরিবর্তিত থাকবে।
দেখুন আরও খবর-