নদিয়া: নাবালিকাকে যৌন নিগ্রহ ও নাবালিকার মাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ধৃতের নাম পিন্টু দাস। সে কোতোয়ালী থানায় (Kotwali Police Station) কর্মরত ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী ও ছেলে তাকে ছেড়ে আগেই চলে গিয়েছে। ২ বছর আগে এক গৃহবধূর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। পিন্টু তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ। এরপর তিনি তাঁর কন্যা সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পিন্টুর সঙ্গে কৃষ্ণনগরে কাঁঠালপোতা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
আরও পড়ুন: ফের গোষ্ঠীদ্বন্দ্বে কেষ্ট ও কাজলের অনুগামীরা, আহত চার
অভিযোগ, বেশ কয়েকদিন যেতে না যেতেই তার উপর শারীরিক নির্যাতন শুরু করে পিন্টু। এমনকি তাঁর অনুপস্থিতিতে তাঁর ১২ বছরের কন্যাকেও যৌন নিগ্রহ করত বলে অভিযোগ। এ বিষয়ে থানায় কিছু না জানাতে হুমকি দেয় ওই সিভিক। এরপর মঙ্গলবার রাতে তাকে কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে ওই বেশ কিছু যুবক মারধর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে আটক করে। পরবর্তীতে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
দেখুন অন্য খবর