ওয়েব ডেস্ক: ২২ অগাস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Nrendra Modi)। নেপথ্যে নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন। সদ্য গড়ে ওঠা নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দমদমে প্রশাসনিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি। সেখান থেকেই মেট্রো রুটগুলির উদ্বোধন করবেন তিনি। এবার সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রেলমন্ত্রক জানিয়েছে, পূর্বের ঘটনার ফলে বিবাদ যাতে না তৈরি হয় তাই আগামী শুক্রবার আগে থেকেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণপত্রে যোগ হয়েছে প্রকল্প ও খরচের খতিয়ানও। বাংলার বুকে রেল প্রকল্পের তালিকা এবং সেই প্রকল্পের জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছে রেলের তরফে তার হিসাব তুলে ধরেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
আরও পড়ুন: বৃষ্টিতে ভাসবে ছুটির দিন! রবিবার রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া?
উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের (East-West Metro) উদ্বোধনের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পাননি বলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। যদিও এই বিতর্কে জল ঢেলে পরবর্তীতে পরে মেট্রো জানায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল। তৃণমূলের তরফে দাবি করা হয়, একবারে শেষ সময়ে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। যার ফলে মুখ্যমন্ত্রীর অন্য কর্মসূচীতে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে হাজির হননি। তাই এবার আগে থেকেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কি না তা সম্পর্কে এখনও স্পষ্ট খোঁজ খবর মেলেনি।
দেখুন অন্য খবর