কলকাতা: রাজ্যের কলেজগুলিতে অনলাইন মাধ্যমে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে এবার নজিরবিহীন সাড়া পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মঙ্গলবার জানান, পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালে (Online Portal) এ বছর মোট ৫,২৭,৭৮১ জন ছাত্রছাত্রী আবেদন করেছেন, যেখানে জমা পড়েছে মোট ৩৪,৭৩,২১০টি আবেদনপত্র।
শিক্ষামন্ত্রী বলেন, “এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার ফল। কেন্দ্রীয় পোর্টাল চালু হওয়ার ফলে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি হয়েছে।”
আরও পড়ুন: প্রথমবার দুর্গাপুজোয় থিমের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
পরিসংখ্যান অনুযায়ী, মোট আবেদনকারীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২,৯৯,৮০০ ও পুরুষ প্রার্থীর সংখ্যা ২,২৭,৮৩৪। অর্থাৎ, ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে অনেকটাই বেশি।
রাজ্যের বাইরের ছাত্রছাত্রীরাও এই অনলাইন ব্যবস্থায় অংশ নিয়েছেন। বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা এবং উত্তরপ্রদেশ থেকেও প্রায় ১৯,৬১৮ জন আবেদনকারী রয়েছে, যাঁরা মিলে ৯৮,০৮৯টি আবেদন করেছেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রথম পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হবে আগামী সপ্তাহেই। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ভর্তি পদ্ধতির সাফল্যে শিক্ষা দপ্তর উৎসাহিত এবং ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবস্থাকে উন্নত করার পরিকল্পনা রয়েছে।
দেখুন আরও খবর: