ওয়েবডেস্ক- বাংলার (Bengal) বাইরেই ভাষাগত বৈষম্যে ( linguistic discrimination) ক্রমশই প্রবল আকার নিচ্ছে। এই আবহে একুশে জুলাই (21 July) থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। বীরভূম (Birbhum) থেকেই সেই ভাষা আন্দোলন (Language Movement) শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারের পর মঙ্গলবারেও একইভাবে আক্রমণ শানান তিনি।
বাংলার পরিযায়ী শ্রমিকরা (Migrant workers) রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে। এই বিষয় এদিন বীরভূমের ইলামবাজার (Ilambazar) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাষার উপর অত্যাচার মেনে নেব না। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজির ভাষাতে আক্রমণ মানব না। আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার অত্যাচার, মনীষীদের উপর অত্যাচার মানব না।
সেইসঙ্গে বিজেপি সরকারকে (Bjp Government) নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আগে সিপিএমের (CPM) অত্যাচার সহ্য করতে হয়েছে, আর এবার বিজেপির অত্যাচার সহ্য করতে হচ্ছে। এই বীরভূম থেকেই পরিযায়ী শ্রমিকদের আশ্বস্ত করে তিনি বলেন, বাংলায় চলে আসুন, এখানে কাজের অভাব হবে না। বাইরে যা কাজ করেন বাংলাতেও সেই কাজ করবেন। সমস্ত সুযোগ সুবিধা আমরা দেব।
আরও পড়ুন- মমতার আস্থা, অ-এ অনুব্রত, ক-এ কেষ্টর উপর
মুখ্যমন্ত্রী বলেন, দেউচা পাচামিতে (Deucha Pachami) এক লক্ষ কর্মসংস্থান হবে, চলে আসুন আপনারা। দেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছ গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে।”
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে বলেন, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এবং দিল্লিতে বাঙালিদের উপর খুব অত্যাচার করা হচ্ছে। অসমের লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে পাঠিয়েছে।
উল্লেখ্য, রাজ্যের বাইরে বাংলাতে কথা বললেই জুটছে বেধরক মার। হেনস্থা। সম্প্রতি অত্যাচারের ভয়ে প্রায় ২০০ জন পরিযায়ী শ্রমিক বাস ভাড়া করে ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুরে। এখানেই শেষ নয়। হরিয়ানা থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ৩০ জন শ্রমিক বাংলায় ফিরে এসেছেন।
ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার এক্স হ্যান্ডল একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কী নিষ্ঠুরভাবে মেরেছে! বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে’?
দেখুন ভিডিও-