ওয়েব ডেস্ক: পাকিস্তানের মিথ্য়া প্রচার দেশে ছড়াচ্ছিল কংগ্রেস। সিঁদুর আলোচনায় সংসদে দাঁড়িয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জবাবি ভাষণে রাহুলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী।
অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার বলেন, পহেলগামে জঙ্গিহানার পর বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিল সরকারের। পাকিস্তানকে দোষারোপ করে রাহুল বলেন, ওরাই পহলগামে পর্যটকদের উপর এই নৃশংস, হৃদয়হীন ও নির্দয় হামলার নেতৃত্ব দিয়েছিল। এই সভার প্রত্যেকটি সদস্য পাকিস্তানের নিন্দা করেছেন। দেশের বিরোধী জোট এক হয়ে সরকারের পাশে ছিল। তিনি নিজেও বিনয় নারওয়ালের বাড়ি ও অন্য নিহতদের বাড়ি গিয়েছিলেন বলে জানান কংগ্রেস নেতা। সেদিন যা ঘটেছিল, তা ঠিক নয়। রাজনৈতিক কাজে আমি যখনই কোনও সেনার সঙ্গে হাত মিলিয়েছি, তখনই অনুভব করেছি, এটা বাঘের থাবা, এটাকে ঝাঁকানো সম্ভব নয়। রাহুল সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, এ সবকিছুর লক্ষ্যই হল প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে রক্ষা করে যাওয়া। রাহুল বলেন, সব দেশ সন্ত্রাসবাদের নিন্দা করেছে কিন্তু কোনও দেশ পাকিস্তানের নিন্দা করেনি। যদি প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ইন্দিরা গান্ধীর অর্ধেক সাহস থাকত তাহলে তিনি সংসদে এসে জোর গলায় বলতেন, আমাদের একটিও বিমান ধ্বংস হয়নি। এবং সত্য প্রকাশ করে বলতেন, সংঘর্ষ বিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে দেননি। সরকার ও মন্ত্রীরা বলছেন, পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছি। কিন্তু অপারেশন সিঁদুরের পরেই সেদেশের সেনাপ্রধান ট্রাম্পের সঙ্গে দুপুরে খাওয়া খাচ্ছেন।
আরও পড়ুন : সংসদে বাদল অধিবেশন থেকে অপারেশন সিঁদুর নিয়ে যা বলছেন মোদি
এরপরই বিরোধী দলনেতার কটাক্ষ ভাষনের জবাবে মোদি। নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের মিথ্য়া প্রচার দেশে ছড়াচ্ছিল কংগ্রেস। সিঁদুর আলোচনায় সংসদে দাঁড়িয়ে তোপ দাগলেন তিনি।
দেখুন খবর