কলকাতা: জাল পাসপোর্ট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে। পাসপোর্ট ভেরিফিকেশনে (Passport Verification Process) গলদ খুঁজতে কড়া পদক্ষেপ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Kumar Verma)। পাসপোর্ট এর যাচাইকরণ সংক্রান্ত বিদেশ মন্ত্রক (এমইএ) এর নির্দেশিকা বিভ্রান্তিকর বলে খবর। ভেরিফিকেশনের সময় পুলিশি গাফিলতির একাধিক উদাহরণ। ভেরিফিকেশন প্রক্রিয়ায় বদল আনছে কলকাতা পুলিশ।
শনিবার সাংবাদিক সম্মেলন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, আরও কড়া হচ্ছে পুলিশি ভেরিফিকেশন। পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য আবেদনকারির বাড়ি যাওয়া যাবে না, তাকে থানাতে ডাকাও যাবে না। পাসপোর্ট দেওয়ার আগে সব থানার ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতেই হবে। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি, ডিসিপিরা। অনলাইনে আবেদনকারীরা যখন ঠিকানা দিতে হবে স্বয়ংক্রিয় থানা পুলিশ ভেরিফিকেশনের সময় ভিনরাজ্য় থেকে অপরাধের তথ্য এবং জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। খাতায় কলমে নথিবদ্ধ করতে হবে, যাতে পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে না হয়।
আরও পড়ুন: বর্ষবরণে রাতে শহরের নিরাপত্তা নিয়ে কী জানালেন কমিশনার
দেখুন ভিডিও