কলকাতা: আজ একুশে জুলাই (21 July), শহীদ দিবস। ধর্মতলায় তৃণমূল (TMC) সমর্থকদের সমাবেশ। শহরের আজ সব মিছিল ধর্মতলামুখী। মিছিলের কারণে শহরের একাধিক জায়গায় গণপরিবহণ না মেলার অভিযোগ। শিয়ালদহ, মৌলালি, শোভাবাজার এলাকায় বাস, অটো মিলছে না বলে অভিযোগ করছেন নিত্য যাত্রীরা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরে কোনও যানজট না হয়, সেটা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে (Kolkata Police)। আদালতের নির্দেশ মেনে পুলিশ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে মধ্য কলকাতার একাধিক রাস্তায়।
আরও পড়ুন: সকাল থেকে ধর্মতলায় কী ছবি?
জানা গিয়েছে, এছাড়া রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, ডোরিনা ক্রসিং, জেএল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, চিড়িয়া মোড়, শ্যামবাজার, বাগবাজার, এপিসি রোড, কিংসওয়ে, বঙ্গবাসী গ্রাউন্ড, হেস্টিংস, মৌলালি, শিয়ালদহ, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মল্লিকবাজার, পার্ক সার্কাস, সিআর অ্যাভিনিউ, এমজি রোড, জিসি অ্যাভিনিউ, ডায়মন্ড হারবার রোড, তারাতলা ক্রসিং, বেহালা চৌরাস্তা, সখেরবাজার মোড়, অকল্যান্ড রোড, এসপ্ল্যানেড ক্রসিং-এ যান নিয়ন্ত্রণ করা হবে।
শহরের একাধিক জায়গায় জারি হয়েছে নো পার্কিং জোন। ধর্মতলা সংলগ্ন একাধিক জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় (হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ) পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
দেখুন আরও খবর: