ওয়েব ডেস্ক : ভয়াবহ হত্যাকাণ্ড হরিয়ানায় (Haryana)। সিআরপিএফ (CRPF) জওয়ানকে গুলি করে খুনের অভিযোগ উঠল হরিয়ানায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন ওই জওয়ান। তবে বাড়ি ফিরেই খুন হতে হলে তাকে। ঘটনায় দু’জন জড়িত রয়েছে বলে অভিযোগ। তাদের খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ওই জওয়ানের নাম কৃষ্ণ। তিনি হরিয়ানার (Haryana) সোনিপথের গোহানা খেদি দামকান গ্রামের বাসিন্দা। সম্প্রতি একমাসের ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। অভিযোগ, ওই জওয়ানকে রবিবার গভীর রাতে ডেকে নিয়ে যায় দুই অভিযুক্ত। এর পর সোমবার ওই জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরো খবর : Rare Earth Elements রিজার্ভ নিশ্চিত করল ভারত সরকার
পুলিশ সূত্রে খবর, কানওয়ার যাত্রা উপলক্ষে সম্প্রতি কয়েকজনের সঙ্গে বচসা হয়েছিল কৃষ্ণ-র। সেই কারণেই এই খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের (Police)। জানা যাচ্ছে, এই খুনের ঘটনায় জড়িয়ে রয়েছে অজয় ও নিশিকান্ত নামে দুই যুবক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে মৃত’র পরিবারে।
জানা গিয়েছে, ২০২৪ সালে সিআরপিএফ (CRPF)-এ যোগ দিয়েছিলেন ওই জওয়ান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৩ ও অন্যজনের বয়স ৬। এই ঘটনায় হরিয়ানার (Haryana) বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। হরিয়ানায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুষ্কৃতিরাজ বেড়েছে বলে অভিযোগ করেছে হাত শিবির। অন্যদিকে সিআরপিএফ জওয়ানকে খুনের ঘটনায় দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছে তারা।
দেখুন অন্য খবর :