ওয়েবডেস্ক- জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিআরপিএফের (CRPF) একটি গাড়ি। ঘটনায় দুইজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ১৬ জন জওয়ান আহত বলে প্রাথমিকভাবে খবর। দুর্ঘটনাটি ঘটে উদমপুর জেলার বসন্তগড় এলাকার কাছে কান্দভা রোডে। কনভয়ে ২৩ জন জওয়ান ছিলেন বলে জানা গেছে। যারা বাহিনীর ১৮৭ ব্যাটালিয়নের ছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, সিআরপিএফ জওয়ানদের বহনকারী গাড়িটি কান্দভা–বসন্তগড় সড়ক (Kandava-Basantagarh Road) ধরে যাওয়ার সময় হঠাৎ রাস্তা থেকে পিছলে একটি গভীর খাদে পড়ে যায়।
পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার অভিযানে নামে, আহত জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এক সরকারি আধিকারিক দুইজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এই দুর্ঘটনায় দুইজন সিআরপিএফ জওয়ান মারা গেছেন, ১২ জন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”
আরও পড়ুন- প্রকৃতির রদ্র রোষের মুখে হিমাচল, হড়পা বানে সেতু বিপর্যয়, উদ্ধার ৪১৩ পর্যটক
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Union Minister Dr. Jitendra Singh) এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘কান্দভা–বসন্তগড় এলাকায় সিআরপিএফ-এর গাড়ির দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। ওই গাড়িতে একাধিক সাহসী জওয়ান ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর আরও সংযোজন, আমি সদ্য জেলা শাসক সালোনি রাই-এর সঙ্গে কথা বলেছি। যিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আমাকে নিয়মিত তথ্য জানাচ্ছেন। উদ্ধার কাজ সঙ্গে সঙ্গে শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সমস্ত রকম সাহায্য নিশ্চিত করা হয়েছে।”
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কর্মকর্তাদের যথাসাধ্য সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। “উধমপুরের কাছে দুর্ঘটনায় সিআরপিএফ কর্মীদের মৃত্যুতে আমি শোকাহত। জাতির প্রতি তাদের অক্লান্ত সেবা আমরা কখনই ভুলব না। আমার সমবেদনা শোকাহত পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দেখুন আরও খবর-