ওয়েব ডেস্ক : মাঠ থেকে উদ্ধার তরুণীর মৃত দেহ। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মোথাবাড়ি থানা এলাকার গঙ্গাপ্রসাদ অঞ্চলে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তরুণীর মৃত্যুর কারণ কী? তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সূত্রের খবর, গঙ্গাপ্রসাদ অঞ্চলে একটি বড় মাঠ রয়েছে। শনিবার সকালে সেখান থেকেই উদ্ধার হয় তরুণীর রক্তাক্ত মৃত দেহ। তরুণীর দেহ মাঠে যাওয়ার সময় দেখতে পান স্থানীয়রা। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষের মধ্যে। এর পরেই খবর দেওয়া হয় মোথাবাড়ি থানায়।
আরও খবর : শহর কলকাতায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, দেখুন কী অবস্থা
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। সেখানে পুলিশ শে দেখে তরুণীর মুখে দেওয়া ছিল ওড়না। রক্তের দাগও ছিল মুখে। এর পর পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই তরুণী স্থানীয় নয় বলে খবর। তাকে অন্য জায়গা থেকে এনে খুন করা হয়ে থাকতে পারে বলেও অনুমান স্থানীয়দের।
তা সত্বেও পুলিশের প্রথমিক অনুমান, কেউ ওই তরুণীকে মাঠে নিয়ে গিয়ে তাকে খুন করেছে।এর পরেই ওই মাঠেই দেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা পালিয়ে যায় বলে অনুমান পুলিশের (Police)। অন্যদিকে তরুণীর পরিচয় জানার জন্য খোঁজখবর শুরু করেছে পুলিশ। অন্যন্য থানাতেও পাঠানো হয়েছে তরুণীর ছবি। ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে ত্ললাশি শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর :