Tuesday, August 5, 2025
HomeScrollভয়াবহ বন্যা চীনে! মৃতের সংখ্যা বেড়ে হল ৬০
China Floods

ভয়াবহ বন্যা চীনে! মৃতের সংখ্যা বেড়ে হল ৬০

উত্তর চিনের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ

Follow Us :

ওয়েব ডেস্ক : প্রকৃতির হাত থেকে এবার রক্ষা পেল না চীনও (China)। উত্তর চিনের ভয়াবহ বন্যায় (Flood) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। সেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বহু বছর এমন ভয়াবহ প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি চীনকে। কিন্তু, এবার প্রকৃতির রুদ্ররুপ ভাসিয়ে নিয়ে গেল বেজিং সহ বিভিন্ন এলাকা।

গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে চীনে (China)। যার ফলে সেখানকার বিভিন্ন প্রদেশে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনায় মৃত্যুর পাশাপাশি একাধিক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক এলাকা। যার জেরে অন্ধকার নেমে এসেছে ১৩৬টি গ্রামে। ইতিমধ্যে হেলিকপ্টার ব্যবহার করে সাধারণ নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন।

আরও খবর : ট্রাম্প ট্যারিফের জের, আমেরিকা থেকে F-35 না কেনার সিদ্ধান্ত ভারতের

সূত্রের খবর, ভয়াবহ এই বন্যায় (Flood) যে ৬০ জন প্রাণ হারিয়েছেন, তার মধ্যে অর্ধেকের বেশি হলেন বেজিংয়ের (Beijing) শহরতলির এক বৃদ্ধবাসের বাসিন্দা। ২০১২ সালে জুলাই মাসে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল চীন। তাতে প্রাণ হরিয়েছিলেন ৭৯ জন। তবে এবারের বন্যা আরও ভয়াবহ হয়ে উঠছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং-ও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে খবর ।

উল্লেখ্য, গোটা বিশ্বে বাড়ছে বিশ্ব উষ্ণয়ন (Global Warming)। যার ফলে বেশ কিছু দশক ধরে প্রকৃতিতে পরিবর্তন দেখা গিয়েছে। যার কারণে একের পর এক দুর্যোগ দেখা গিয়েছে গোটা বিশ্বে। এমনকি ঘুর্ণিঝড়ের সংখ্যাও বেড়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ (Tsexas Flood) বন্যায় মৃত্যু হয়েছিল ১৩০ জনের। তার পরে এবার চীনে ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের। সূত্রের খবর, সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39