কলকাতা:দুহাতে মেয়েকে আগলে মুম্বই ফিরলেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। প্রথমবার ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। যদিও একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাডুকোন। মা হওয়ার পর বেঙ্গালুরুতে নিজের মায়ের কাছে ছিলেন কিছুদিন। এবার দুয়াকে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেত্রী। বেঙ্গালুরু থেকে ফেরার সময়েই মুম্বই বিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। দুহাতে বুকে আগলে খালেন মেয়েকে।
আরও পড়ুন: ক্যাজুয়াল লুকে শ্রদ্ধা
দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এই প্রথম ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরার সামনে এলেন তিনি। তবে দেখালেন না মেয়ের মুখ। মা হওয়ার পর দীপিকা জানিয়েছিলেন মেয়ে দুয়া বড় হবে পরিবারের মধ্যেই। মেয়ের জন্য কোনও ন্যানি রাখা হবে না। মেয়ের জন্য নতুন ফ্ল্যাটও কেনেন দীপবীর। ঠাকুমার সান্নিধ্যেই বড় হবেন দুয়া। নভেম্বরের শুরু মেয়েকে বেঙ্গালুরুতে মায়ের কাছি গিয়েছেন তিনি। ডিসেম্বরের শুরুতে দুয়াকে কোলে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেত্রী। এদিন মুম্বই এয়ারপোর্টে দেখা যায় তাঁদের। নতুন মায়ের মুখে-চোখে গ্লো স্পষ্ট। মেয়ের মুখ যাতে দেখা না যায়, তাই দুহাতে আগলে রেখেছিলেন দীপিকা। এয়ারপোর্ট থেকে নেমেই গাড়ি নিয়ে ফ্ল্যাটে যান। দীপিকার পরনে ছিল এক লাল রঙের ড্রেস। চোখে কালো চশমা।
অন্য খবর দেখুন
View this post on Instagram