নয়াদিল্লি: দূষণের (Pollution) কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেই ধমক দিয়েছিল কেন এখনও পর্যন্ত দিল্লি সরকার আতশবাজি বন্ধ রাখা নিয়ে কোনও স্থির সিদ্ধান্তে আসতে পারেনি? এবার শীর্ষ আদালতকে মান্যতা দিয়ে রাজধানীতে সারা বছর আতশবাজি (Firecrackers) পোড়ানো নিষিদ্ধ (Bans) বলে ঘোষণা করল দিল্লি সরকার।
দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি (পরিবেশ) এ কে সিং পরিবেশ (সুরক্ষা) আইন, ১৯৮৬ এর অধীনে আতশবাজির উপর “চিরস্থায়ী নিষেধাজ্ঞা” আহ্বান করেছিলেন। তার পরেই সমস্ত দিক বিবেচনা করে দিল্লি সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করল। দিল্লিতে আর আতশবাজি পোড়ানো যাবে না।
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, বাইপাসের ধারে চাঞ্চল্য
একটি ঘোষণার মাধ্যমে শুধু বাজি পোড়ানো হয়, বাজি তৈরি, ব্যবহার, ও বিক্রয়ের উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হল। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে কোনও রকমভাবে মজুদ করা, অনলাইনের মাধ্যমে বিক্রি, সরবরাহ সব কিছু বন্ধ।
দিল্লিতে বিপজ্জনক হারে বায়ু দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে, শহরে ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি আছে। এবার আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হল। সামনেই বর্ষবরণ। সব ভুলে গিয়ে মানুষ সেই আতশবাজি পোড়ানোতে মেতে উঠবে, ফলে ফের দূষণ বাড়বে। সব কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।
বৃহস্পতিবার দিল্লি সরকার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে দিল্লি সারা বছরের জন্য আতশবাজি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশ সরকারকে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছে।
দেখুন অন্য খবর-