ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। ইতিমধ্যেই ‘রেড অ্যালার্ট’ জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহজুড়ে রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর(IMD) । মঙ্গলবার রাতভর বৃষ্টির পরে বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। জল জমে যাওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের চরম ভোগান্তি।
দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে জমে রয়েছে জল। বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তবে বিমান চলাচলে তেমন কোনও ব্যাঘাত ঘটেনি বলে জানা গিয়েছে। আইএমডি জানিয়েছে, সমগ্র দিল্লি এবং এনসিআর এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণের জেলায় দুর্যোগ কবে থেকে?
দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, মধ্য দিল্লি, জাতীয় সড়ক ৮, দিল্লি-জয়পুর হাইওয়ে, আইটিও এবং এইমস সংলগ্ন এলাকায় তীব্র যানজটের খবর মিলেছে। এছাড়াও, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একাধিক বাড়ি। দিল্লির বর্তমান পরিস্থিতির জন্য স্থানীয়দের একাংশ নিকাশি ব্যবস্থা এবং নগর পরিকল্পনার জটিলতার অভিযোগ তুলে ধরছে। দিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে হরিয়ানার হাত্নিকুন্ড ব্যারেজ থেকে ছাড়া জল। চলতি বছর বর্ষায় প্রায় ৫০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে সেখান থেকে। এর ফলে রাজধানীর যমুনা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের তরফে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে যেতে না করা হয়েছে স্থানীয়দের।
দেখুন খবর :