কলকাতা: ‘ধূমকেতু’র (Dhumketu) প্রচারপর্বের পর থেকেই দেশু জুটির নস্ট্যালজিয়ায় ভাসছে নেটপাড়া। সরাসরি যার প্রভাব পড়েছে সিনেমার ক্যাশবাক্সে। জট কাটিয়ে বছর দশেক বাদে এই ছবি মুক্তি পেয়েছে। মুক্তির পরই বাংলার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। মাত্র দু’ দিনেই তিন কোটির গণ্ডি পেরিয়েছে ‘ধূমকেতু’। তবে ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল দ্বিতীয় দিনের (Dhumketu Box Office Collection) হল আয়। ১০ বছর বড় পর্দায় একসঙ্গে দেখেনি অনুরাগীরা। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। নানা জটিলতা কাটিয়ে ১০ বছর ধরে ‘দেশু’ অনুরাগীরা পর্দায় তাদের প্রিয় জুটিকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত।
ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছিল ‘ধূমকেতু’। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমার বক্স অফিসে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দু’জনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু। বলিউড এবং ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। তবে দেব-শুভশ্রী জুটির বিজয়রথ এখনও অব্যাহত। প্রযোজনা সংস্থার পোস্টে দাবি, দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। মাত্র দু’ দিনেই পাঁচ কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’। সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হলে প্রযোজক রানা সরকার জানালেন, এই প্রথম দেবের কোনও সিনেমা ২ দিনে ৫ কোটির ব্যবসা করেছে। একইসঙ্গে উল্লেখ্য, টলিউডের বক্স অফিসে এযাবৎকাল সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় দেবের সিনেমার সংখ্যাই শীর্ষে। এক্ষেত্রে দেব যে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন, তা বলাই বাহুল্য। শুধু ১৫ অগস্ট নয়, ১৬ এবং ১৭ অগস্ট শনি ও রবিবার। ফলে অনেকেরই ছুটি থাকবে। পরপর দু’দিন ছুটি পাবেন এনেকেই। ফলে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা তো বলাই বাহুল্য।
আরও পড়ুন:কলকাতায় বাতিল দ্য বেঙ্গল ফাইলস–এর ট্রেলার লঞ্চ
অন্য খবর দেখুন