Friday, August 8, 2025
HomeScrollহায়দরাবাদে হাসপাতালে বিধ্বংসী আগুন

হায়দরাবাদে হাসপাতালে বিধ্বংসী আগুন

হাসপাতালের ভিতরে আটকে বহু রোগী-স্বাস্থ্যকর্মী

Follow Us :

হায়দরাবাদ: হায়দরাবাদে হাসপাতালে (Fire hospital Hyderabad) বিধ্বংসী আগুন । মেহদিপট্টনমের অঙ্কুর হাসপাতালে বিধ্ংসী আগুন। দশতলা এই হাসপাতালে বেশির ভাগ অংশে আগুন ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তিদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশুরা রয়েছেন। ভিতরে আটকে বহু রোগী-স্বাস্থ্যকর্মী। তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে তেলঙ্গানা সরকার।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকালে হাসপাতালের একেবারে উপরের তলে আগুন লাগে। ক্ষণিকের মধ্যে আগুন নীচের তলগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ৫টি ইঞ্জিন। তারপর ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও অন্য খবর দেখুন

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular