বাংলাদেশ: উত্তাল বাংলাদেশ। সেখানকার সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে। ইতিমধ্যেই চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা পিছিয়ে গিয়েছে ১ মাস। ভারতও তিব্র প্রতিবাদ করছে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির। এই আবহেই এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিঠি লিখলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পুর্ণাত্মানন্দ।
আরও পড়ুন: রাজ্যের প্রস্তাবে সিলমোহর দিয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
শনিবার এই চিঠি লেখেন তিনি। সেখানে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্পষ্টত বলেন, ‘চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে দেশের উদ্ভুত পরিস্থিতিতে মুক্তি দিলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করছি। আশা করছি আপনি এই ব্যাপারে প্রয়োজনীয় পদ করে আমাদের আশ্বস্ত করবেন।’
হাসিনার দেশত্যাগের পর থেকেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। তারপর থেকেই সেখানকার সংখ্যালঘুদের উপর চলছে অত্যাচার। এই বিষয়ে এখনও পর্যন্ত একবারের জন্যেও ঢাকা রামকৃষ্ণ মিশনকে এই বিষয়ে কথা বলতে দেখা যায়নি। তবে এবার এই বিষয়ে অবশেষে মুখ খুলল ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ।
এখন একটাই প্রশ্ন, কবে মুক্তি পেতে চলেছেন চিন্ময়কৃষ্ণ দাস? ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনার জন্য বিদেশসচিব বিক্রম মিসরি সোমবার ঢাকা সফরে যাবেন। ‘বিশেষ আলাপ আলোচনার’ জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।
দেখুন অন্য খবর