কলকাতা: টলি অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh) এমন একজন অভিনেত্রী, যাকে দেখে বোঝার উপায় নেই তাঁর আসল বয়স কত। যেমন ছিপছিপে গড়ন, তেমনই অনাবিল সৌন্দর্য। সব মিলিয়ে মনামী এখনও পেছনে ফেলে দিতে পারেন নতুন প্রজন্মের নায়িকাদের। মিডিয়ায় সদা সক্রিয় মনামী সম্প্রতি নজর কাড়লেন মায়ের শাড়িতে। চলুন দেখে নিই অভিনেত্রীর রূপের নানা ঝলক…
মনামীর ছবিতেই স্পষ্ট অভিনেত্রীর মন মজেছে দক্ষিণ কলকাতার কোনও এক ক্যাফের স্পেশাল দার্জিলিং টি-এ। পড়ন্ত বিকেলে অভিনেত্রীর পরনে হলুদ শাড়ি, তাঁর সঙ্গে টিম আপ করে গাঢ় নীল রঙের ব্লাউজ। চোখে সানগ্লাস। গোটা লুকটিকে কমপ্লিমেন্ট করছে আসমানী নীল আর আফগান সিলভারে কাজ করে জুত্তি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে জওয়ানদের সঙ্গে ‘সিতারে জমিন পর’ উপভোগ করলেন আমির
ক্যাশনে লিখছেন, ”হলুদ কোটা…মায়ের”। বলাবাহুল্য, মনামীর ছবি দেখে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়।কমেন্ট বক্সে দেখা যাচ্ছে প্রশংসার ঢেউ।
এক ভক্ত লিখছেন, “আমিও ছোটবেলায় মায়ের কোটা শাড়ি পরতে ভালোবাসতাম সরস্বতী পুজোতে বাসন্তী রঙা শাড়ি।” আরও একজন লিখছেন, “মায়ের শাড়ি পরার মজায় আলাদা।”
দেখুন আরও খবর: