নয়ডা: যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডা শহরের একটি স্কুলে চূড়ান্ত নোংরামি। শিক্ষিকাদের শৌচালয়ে বসানো গোপন ক্যামেরা (Spy Camera)। বাল্বের হোল্ডারের আড়ালে লুকানো সব স্পাই ক্যাম, যা থেকে লাইভ ফুটেজ স্ট্রিম হত স্কুলের ডিরেক্টর বা মালিকের কম্পিউটার এবং মোবাইলে। কিন্তু এক শিক্ষিকার তৎপরতায় শেষমেশ কুকীর্তির পর্দাফাঁস। অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করল পুলিশ।
উত্তরপ্রদেশের নয়ডা (Noida) শহরের সেক্টর ৭০-এ অবস্থিত ‘লার্ন উইথ ফান’ নামের একটি প্লে স্কুলে (School) ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর ওই স্কুলের এক শিক্ষিকা শৌচালয়ে ঢুকে বাল্বের হোল্ডারের নীচ থেকে একটি মৃদু আলো বেরিয়ে আসতে দেখেন। এটি দেখে তাঁর সন্দেহ হয়। তৎক্ষণাৎ তিনি খবর দেন স্কুলের সিকিউরিটি গার্ডকে। সিকিউরিটি গার্ড এসে বাল্ব খুলতেই গোপন ক্যামেরা উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই ক্যামেরাটি এমনভাবে লাগানো হয়েছিল, যাতে বাইরে থেকে অদৃশ্য হলেও শৌচালয়ের সবকিছু ফুটেজ লাইভ স্ট্রিম করা যায়।
আরও পড়ুন: “ফ্যাশন হয়েছে, আম্বেদকর…”, শাহর মন্তব্যে তোলপাড় পার্লামেন্ট!
পরে ওই সিকিউরিটি গার্ড নিশ্চিত করেন যে, স্কুলের ডিরেক্টর বা মালিক শিক্ষিকাদের শৌচালয়ে এই গোপন ক্যামেরা বসিয়েছেন। এরপর ওই শিক্ষিকা পুলিশে খবর দেন। নয়ডা (সেন্ট্রাল) ডিসিপি শক্তিমোহন অবস্তি ঘটনার তদন্তের নির্দেশ দেন। পুলিশ গিয়ে পাকড়াও করে স্কুল মালিক নবনীশকে। পুলিশি জেরায় তিনি নাকি ‘স্পাই ক্যামেরা’র বিষয়টি স্বীকার করেন। সেইসব লাইভ ফুটেজ নিজের মোবাইল ও ল্যাপটপে দেখতেন বলেই স্বীকার করেন ধৃত নবনীশ। তারপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্তপ্রক্রিয়া শেষ না হওয়া অবধি স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
দেখুন আরও খবর: