কলকাতা: বহু অভিনেত্রী নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে প্লাস্টিক সার্জারি করান, লিপ জব, নোস জব করান এমনকী শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সার্জারিও করিয়ে থাকেন। ইন্ডাস্ট্রির কিছু মানুষের মত এই ধরনের অস্ত্রোপচার না করালে নায়িকা হিসেবে কাজ পাওয়া সমস্যার হয়ে যায়। এবার তা নিয়েই মুখ খুললেন শোলাঙ্কি রায়।
তিনি বলেন, রোগা বলেও নানা কথা শুনতে হয়েছে তাঁকে। তাছাড়াও একবার অপমানজনক একটি ঘটনার মধ্যেও পড়তে হয়েছিল তাঁকে। এক পরিচালক তাঁকে স্তনে অস্ত্রোপচার বা ব্রেস্ট সার্জারি করাতে উপদেশ দিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘আমি মাঝখানে পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কারণ দেখা হলেই ওখানে অনেকে জিজ্ঞাসা করতেন আমি এত কেন রোগা হয়ে গিয়েছি। আমি তো রোগা ছিলাম। ফলে আমাকে দেখে অবাক হওয়ার মতো তো কিছু হয়নি।’
আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন মধুবনী?
পডকাস্টে শোলাঙ্কি বলেন, ‘আমি কারুর নাম নেব না কিন্তু আমাকে এমন অনেক মন্তব্য শুনতে হয়েছে যে আমার মুখ টিভির তুলনায় সিনেমার দেখতে বেশি খারাপ লাগে। আসলে আমার মুখে তো কোনও ইনজেকশন দেওয়া হয়নি কখনও। নায়িকা সেই পরিচালকের নাম না করে বলেন, ‘একবার এক অনুষ্ঠানে এক পরিচালক আমাকে বলেছিলেন ব্রেস্ট সার্জারি করানোর জন্য। কারণ তাঁর কথায়, ‘নায়িকা হতে গেলে একটু খাঁজ থাকা দরকার’। এই ভাষায় তিনি বলেছিলেন। এটা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রভাবিত হয়নি। তবে আমি যেহেতু যথেষ্ট ম্যাচিওর ছিলাম, তাই আমি সেই কথাটা পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছিলাম।
অন্য খবর দেখুন