ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টি, ভূমিধস এবং হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের পাহাড়ি রাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, মাণ্ডি জেলা (Mandi)। এই পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫। নিখোঁজ বহু। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আগামীদিনে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এই রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচলের বহু রাস্তাঘাট। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে ৩০০-রও বেশি গবাদি পশু। ৫০০-রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙেছে বহু বাড়িঘর। এখনও পর্যন্ত অন্তত পাঁচশো জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন : পা দিলেই আছাড়! মহারাষ্ট্রে উদ্বোধনের পরেই বন্ধ সেতু
আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুল্লু জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত কয়েকদিনের বৃষ্টিতে ক্ষয় ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।
টানা বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাণ্ডি জেলায়। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
দেখুন খবর