ফারাক্কা: ফ্রি ফায়ার গেমের আইডি নিয়ে বিবাদের জেরে বন্ধুকে খুন। প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে দেয় চার বন্ধু। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে এলাকায়। সাতদিন থেকে নিখোঁজ ছিল ফরাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা পাপাই দাস। ফরাক্কার নিশ্চিন্দা নৌকাঘাটের পাশে ফিডার ক্যানেলের ধার থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুকে ডোরেমন লেখা ট্যাটু দেখেই দেহ শনাক্ত করে পরিবারের লোকেরা। ইতিমধ্যেই চার বন্ধুকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। তাদের আজ জুভেনাইল আদালতে পাঠাচ্ছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল পাপাই। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ১১ জানুয়ারি ফরাক্কা থানায় নিখোঁজের অভিযোদ দায়ের করে মা পূর্ণিমা দাস। সাতদিন নিখোঁজ থাকার পর সন্ধ্যায় ফরাক্কার নিশ্চিন্দা নৌকাঘাটের পাশে ফিডার ক্যানেলের ধার থেকে পাপাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, পাপাই সহ তার চার বন্ধু মোবাইল গেমে আসক্ত ছিল। পুলিশি জেরায় স্বীকার করে পাপাইকে তারা খুন করেছে।
আরও পড়ুন: কমল তাপমাত্রা, রাজ্য জুড়ে দিনভর বৃষ্টির পূর্বাভাস আলিপুরের
জানা গিয়েছে, অনীকের কাছ থেকে একটি ফ্রি ফায়ারের আইডি ২ হাজার টাকার বিনিময়ে কিনেছিল পাপাই। আর তা নিয়েই শুরু হয় পাপাইয়ের সঙ্গে চার বন্ধুর ঝামেলা। এরপরই তারা পাপাইকে খুন করে বলে অভিযোগ। দেহ যাতে শনাক্ত না করতে পারে গাড়ির পেট্রোল বের করে তাকে পুড়িয়ে দেয়। চার বন্ধুকেই জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: