ওয়েবডেস্ক- মুম্বইতে (Mumbai) নিখোঁজ চিকিৎসক (Missing Doctor) । রাতে মাকে বাড়িতে আসবেন বলে বাড়ি থেকে বের হন। কিন্ত রাত গড়িয়ে গেলেও বাড়িতে ফেরে না ছেলে। জানা গেছে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই তিনি চলে যান মুম্বই ট্রান্স হারবার লিঙ্কে (অটল সেতু) (Atal Setu)। সেখানে গাড়ি রেখেই সমুদ্র ঝাঁপ দেন । গত দুদিন ধরেই নিখোঁজ। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। দুদিন ধরে খোঁজ চালানোর পরেও পুলিশ ও উপকূলরক্ষীবাহিনী ওই চিকিৎসকের কোনও সন্ধান পাননি।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ৯.৪৩ নাগাদ অটল সেতু কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জানান, তিনি মুম্বই লেন দিয়ে বাইক করে যাচ্ছিলেন। সেই সময় প্রায় ১১.৮ কিলোমিটার দূরে ছিলেন, তখন এক ব্যক্তিকে তিনি সমুদ্রে ঝাঁপ মারতে দেখেন। অটল সেতুর কন্ট্রোল রুমের সিসি ক্যামেরায় ওই ঝাঁপের ভিডিও রেকর্ড রয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে একটি হোন্ডা আমেজ গাড়ি উদ্ধার করেছে। গাড়ির মধ্যে থেকে একটি আইফোন পাওয়া গেছে।
জানা গেছে, ৩২ বছর বয়সী ওই চিকিৎসকের ওমকার কবিটাকে (Omkar Kavitake) । তিনি মুম্বইয়ে জেজে হাসপাতালের (J J Hospital) সঙ্গে যুক্ত ছিলেন। তারা গাড়ির নম্বর এবং ফোনের বিবরণ ব্যবহার করে জানা গেছে ফোনটি চিকিৎসকের।
আরও পড়ুন- আমেদাবাদের আতঙ্কের ছায়া পাটনায়, আকাশে পাখির ধাক্কায় এমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগোর
গত ৭ জুলাই নিজের গাড়ি করে বাড়ি ফেরার জন্য হাসপাতাল থেকে বার হন তিনি। হাসপাতাল থেকে বার হওয়ার আগে ওমকার তাঁর মাকে ফোন করেন। ফোনে মাকে জানান, তিনি রাতে বাড়ি ফিরবেন এবং বাড়ি ফিরে খাবেন। কিন্তু তিনি ফেরেননি। ওমকার তাঁর মাকে নিয়ে নভি মুম্বইয়ের কালামবোলির সেক্টর ২০-এ থাকতেন। ওমকার কবিটাকে জেনারেল সার্জন, ল্যাপারোস্কোপ বিশেষজ্ঞ ছিলেন। তিনি মহারাষ্ট্র অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
ইন্সপেক্টর রাজনে জানিয়েছেন, উদ্ধারকাজ জারি আছে। গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়। অনুমান করা হচ্ছে, সমুদ্র ঝাঁপ দেওয়ার পর পরই ওই চিকিৎসক হয়তো ডুবে যান, বা দূরে কোথাও ভেসে গিয়েছে। কাছের গ্রামগুলিকে জানিয়ে রাখা হয়েছে।
দেখুন আরও খবর-