ওয়েব ডেস্ক: মদ্যপ অবস্থায় জ্ঞানশূন্য হয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন এক যুবক। গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়লেন রেলের প্ল্যাটফর্মে! শুক্রবার রাতের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনায় কার্যত হইচই উত্তরপ্রদেশের মেরট ক্যানটনমেন্ট স্টেশনে। জানা গিয়েছে, অতিমাত্রায় মদ পান করায় তিনি ঘোরের মধ্যে চলে যান।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চার চাকার গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়েরয়েছে। পাশ দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। গাড়ির চালককে অন্য এক ব্যক্তি কিছু একটা বলছেন। যদিও কথা খুব একটা স্পষ্ট নয়। তবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পরেই গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যান চালক। একেবারে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে চালিয়ে নিয়ে যান গাড়িটি।
In UP’s Meerut, aan drove his car inside the railway station into the platform – very close to a departing train. pic.twitter.com/XPmVXn3e7x
— Piyush Rai (@Benarasiyaa) August 2, 2025
আরও পড়ুন: হিমাচলে অতি ভারী বৃষ্টির দাপট, বন্ধ ৪০০ টিরও বেশি রাস্তা
জিআরপি সূত্রে খবর, যে গাড়িতে করে ওই মদ্যপ ব্যাক্তি এসেছিলেন, সেটিতে রয়েছে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বর। আর্মিতে কর্মরত তিনি। বাগপতে থাকেন। পুলিশ জানিয়ছে, ‘মেরটের জিআরপি এবং আরপিএফ ওই যুবককে পাকরাও করে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন মেনে যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।’
দেখুন খবর: