ওয়েব ডেস্ক : ঝাড়খণ্ডের রাঁচিতে (Ranchi) বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক (Eastern Zonal Council Meeting)। এই বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের। জানা যাচ্ছে এই বৈঠকে অংশ নেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতে বুধবার সন্ধ্যায় রওনা দেবেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তার সঙ্গে এই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিব। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রাজ্যের পাওনা টাকার দাবি ফের জোরালোভাবে তোলা হতে পারে। বিভিন্ন কেন্দ্রীয় অনুদানের বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ ও রাজ্যের পাওনা নিয়ে অমিত শাহের সঙ্গে চন্দ্রিমাদের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে খবর।
আরও খবর : অটল সেতু থেকে সমুদ্রে ঝাঁপ, নিখোঁজ চিকিৎসক
পাশাপাশি, বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র টাকা দেয় না সেই দাবিও তোলা হতে পারে বৈঠকে বলেই সূত্রের খবর। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তোলা হতে পারে।এ নিয়ে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত তথ্যও তুলে ধরা হবে বলে সূত্রের খবর।
মূলত, পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় ভূমিকা নিয়ে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের। তবে বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না বলেই খবর।
দেখুন অন্য খবর :